ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

তেজগাঁওয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৯, ১৫ আগস্ট ২০২০ | আপডেট: ১৯:০০, ১৫ আগস্ট ২০২০

জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকার তেজগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্ণ অবয়ব ভাস্কর্য উন্মোচিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানায়, ডাক অধিদ্প্তরের পোস্টাল সর্টিং সেন্টারের সামনে সাত ফুট বেদীর ওপর স্থাপিত ১৫ ফুট দীর্ঘ ভাস্কর্যটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার উন্মোচন করেন।

অনুষ্ঠানে তিনি বলেন,“জাতির এই মহামানব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ও তিনি ও তার সাথে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার এই সুযোগ পাওয়াটা আমাদের জন্য গৌরবের। এটি আমাদের জন্য একটি অনন্য ইতিহাস, একটি বিশাল সৃজনশীলতার প্রকাশ।

মোস্তাফা জব্বার বলেন, “জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আমাদের সাহস, দ্রোহ আর সংগ্রামের প্রেরণার জন্য, মুক্তিযুদ্ধের গৌরব এবং শৌর্যকে অন্তরে লালন করে বঙ্গবন্ধুকে অধ্যয়ন করা জরুরি।”

বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে দেশমাতৃকার প্রতি ভক্তি নিয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে মোস্তাফা জব্বার বলেন, “একজন বঙ্গবন্ধু ছিলেন বলেই আমরা সংগঠিত হতে পেরেছিলাম।পৃথিবীর অনেক দেশ সফল হতে পারেনি কারণ তাদের একজন বঙ্গবন্ধু নেই বলে।”

বঙ্গবন্ধুর ওপর তৈরি করা একশত ডাকটিকেটের এলবাম প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, “এইটুকু পড়লেও উপলব্ধি করা যাবে একজন মানুষ কী রণকৌশল নিয়ে একটা জাতি গঠন করতে পেরেছেন।”

এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. নূর-উর-রহমান বলেন, “জাতির পিতার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলী প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে।”

অনুষ্ঠানে টেলিযোগাযোগ বিভাগের অধীনস্থ সংস্থাগুলোর প্রধানসহ বিভাগের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী সরাসরি বা ডিজিটাল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি