ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নানা কর্মসূচীতে স্বেচ্ছাসেবক লীগের শোক দিবস পালন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬, ১৬ আগস্ট ২০২০

জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল  শহীদদের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া, মিলাদ এবং খাবার বিতরণ করে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ। 

মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ’র সভাপতি ইসহাক মিয়ার সভাপতিত্বে কর্মসূচীগুলো পালিত হয়। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম। মহানগর দক্ষিন স্বেচ্ছাসেবক লীগ’র সভাপতি কামরুল হাসান রিপনের সভাপতিত্বে পালিত হয় বিভিন্ন কার্যক্রম।

বিশেষ দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরন করে কলাবাগান, বনানী, মিরপুর ও গুলশানসহ আরো কয়েকটি থানা এবং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ। এসব কর্মসূচীতে প্রধান অতিথি  ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ’র সভাপতি নির্মল রঞ্জন গুহ। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয়, মহানগর এবং থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমবি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি