ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন করছে আবাহনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৩, ৫ আগস্ট ২০২১

ক্লবের প্রতিষ্ঠাতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও বরেণ্য ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী উদযাপন করবে আবাহনী ক্লাব লিমিডে। দিনটি উদযাপন উপলক্ষে ক্লাব প্রাঙ্গনে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচির আয়োজন করা হয়েছে। আবাহনির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

জন্মদিনের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে ক্লাবের সামনে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে ক্লাবের পরিচালক, কর্মকর্তা এবং খেলোয়াড়রা। এই সময় তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া দিনব্যাপী কর্মসুচির মধ্যে রয়েছে পবিত্র কোরান খানি, বিকেল চারটায় শেখ কামালের বর্ণিল ক্যারিয়ার নিয়ে ভার্চুয়াল আলোচনা এবং বাদ আসর সামাজিক দূরত্ব ও স্বস্থ্য্যবিধি মেনে ক্লাব প্রাঙ্গনে দোয়া মাহফিল। 
সূত্র : বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি