ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

প্রথম প্রহরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮, ১ আগস্ট ২০২২ | আপডেট: ০৮:৫০, ১ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

আগস্টের প্রথম প্রহরে ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো।

রাত বারোটা এক মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিহত সকল শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটি মোমবাতি প্রজ্বলনের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানায়। একই সময় ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। 

এসময় বাংলাদেশ মহিলা আ্ওয়ামী লীগের নেতাকর্মীরাও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ১৫ আগস্ট নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি