বঙ্গবন্ধু হত্যা: স্বাধীনতার পর পরই হত্যার চক্রান্ত শুরু (ভিডিও)
প্রকাশিত : ১২:০৮, ৩ আগস্ট ২০২২ | আপডেট: ১২:১৫, ৩ আগস্ট ২০২২
স্বাধীনতার পর পরই জাতির পিতাকে হত্যার চক্রান্ত শুরু হয়। ষড়যন্ত্রকারীরা সারাক্ষণ ঘিরে রাখতো বঙ্গবন্ধুকে। ঐতিহাসিক বত্রিশ নম্বরে সবসময়ই তাদের কেউ না কেউ থাকতো। সরলতার সুযোগ নিয়ে মোশতাকের মতো অনেকেই বঙ্গবন্ধুর সাথে ছায়ার মতো লেগে থাকতো। জাতিরপিতাকে ষড়যন্ত্রের কথা জানাতে গিয়েও ব্যর্থ হয়ে ফিরেছিলেন ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য।
এরকম ঘটনার সাক্ষী প্রবীণ রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য। ষাটের দশকে বঙ্গবন্ধুর সান্নিধ্যে কাটানো রাজপথ আর জেলখানার নানা স্মৃতি তুলে ধরেন মুক্তিযুদ্ধের এই সংগঠক।
স্মৃতি হাতড়ে আবেগ জড়িত কণ্ঠে পঙ্কজ ভট্টাচার্য জানালেন, বঙ্গবন্ধুকে যে হত্যার পরিকল্পনা হচ্ছে, সেটা জানাতে গিয়েছিলেন। দেখলেন তার আশেপাশেই চক্রান্তকারীরা। তাইতো ষড়যন্ত্রের আগাম বার্তা বোঝাতে ব্যর্থ হয়ে ফিরতে হয়েছিলো তাকে।
জাতির পিতাকে হত্যার পর গায়েবানা জানাজার উদ্যোগ নিয়েছিলেন পঙ্কজ ভট্টাচার্য। ষড়যন্ত্রের গোটা রহস্য তুলে আনা দরকার বলে মনে করেন এই রাজনীতিক।
এমএম/
আরও পড়ুন