ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

বঙ্গবন্ধুকে হত্যার ছক কষতে গোপন বৈঠক কুমিল্লার বার্ডে (ভিডিও)

মানিক শিকদার, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০২, ১৩ আগস্ট ২০২২

বঙ্গবন্ধুকে হত্যার ছক কষতে গোপন বৈঠকের জন্য কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি- বার্ডকে বেছে নেয়া হয়। সেখানে খন্দকার মোশতাক, মাহবুবুল আলম চাষীসহ ষড়যন্ত্রকারীরা একাধিক বৈঠক করে। পরে ঢাকার আগামসি লেন হয়ে সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করে ঢাকা ক্যান্টনমেন্টের দুটি ইউনিটের সেনা কর্মকর্তারা।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলার সময় খন্দকার মোশতাক পাকিস্তানের সঙ্গে চুক্তি করার চেষ্টা চালিয়েছিলেন। তবে সেই চেষ্টা ব্যর্থ হয়। তখন থেকেই মোশতাকের সচিব হিসেবে কাজ করছিলেন আরেক ষড়যন্ত্রকারী মাহবুবুল আলম চাষী।

কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-বার্ডের পরিচালকের দায়িত্বে ছিলেন মাহবুবুল আলম চাষী। খন্দকার মোশতাকই তাকে এই পদে নিয়োগের ব্যবস্থা করেছিল।

মোশতাকের বাড়ি কুমিল্লায়, তাই গোপন ষড়যন্ত্রের জন্য বার্ডকেই বেছে নেয় ষড়যন্ত্রকারীরা। বঙ্গবন্ধু হত্যা মামলার শুনানিতে উঠে আসে এই তথ্য।

সাক্ষ্যপ্রমাণ ও আইনজীবীদের বক্তব্যে আদালতে উঠে আসে মোশতাকের কুমিল্লার দাউদকান্দির বাড়ি ও কুমিল্লার বার্ড থেকে ষড়যন্ত্রের শুরু। 

এ মামলার এজাহারে সুলতান শাহরিয়ার রশিদ খান ও মাহবুবুল আলম চাষী এক টেবিলে বসে হত্যাকান্ডের পরিকল্পনা করেন বলে উল্লেখ করা হয়।

মামলা সাক্ষী অধ্যাপক খুরশিদ আলম তুলে ধরেন ১৯৭৫ সালের মার্চের শেষদিকে খন্দকার মোশতাক ও মাহবুব আলম চাষীর উদ্যোগে বার্ডে আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন হয়। তিনদিন ধরে চলে সেই সম্মেলন।

সম্মেলনের দ্বিতীয় দিনে সেখানে আসেন মেজর রশিদ ও আরও একজন সেনা কর্মকর্তা। মাহবুবুল আলম চাষী, তাহেরউদ্দিন ঠাকুর এবং আরও এক সেনা কর্মকর্তাদের মধ্যে আধা ঘন্টারও বেশি সময় ধরে গোপন বৈঠক চলে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি