ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

বিশ্বাসঘাতক মোশতাক বঙ্গবন্ধুর খুনিদের বীর আখ্যা দিয়েছিলেন(ভিডিও)

মানিক শিকদার

প্রকাশিত : ১১:২৯, ১৯ আগস্ট ২০২২

জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করেই বিশ্বাসঘাতক মোশতাক ক্ষমতা গ্রহণ করেন। বঙ্গবন্ধুর খুনিদের বীর উল্লেখ করে প্রশংসা করেন। নিজে রাষ্ট্রপতির পদ দখল করে আওয়ামী লীগের কিছু নেতাদের লোভ ও ভয় দেখিয়ে মন্ত্রীপরিষদে যোগ দান করান। 

একদিন আগেও যার কণ্ঠে ছিল জয়বাংলা, অথচ বঙ্গবন্ধু হত্যার পর ক্ষমতা দখল করে জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করেন খন্দকার মোশতাক।

এদিন খুব কাছ থেকে মোশতাকের চরিত্র অবলোকন করেছেন বঙ্গবন্ধুর এডিসি ফ্লাইট লেফটেন্যান্ট মোশারফ হোসেন। তার মতে মোশতাক ছিলেন খুব ধুর্ত ও উচ্চাকাঙ্খী।

তিনি বলেন, "খন্দকার মোস্তাক বসে আছেন প্রেসিডেন্টের চেয়ারে, ডাকলেন এবং কিছু একটা বলতে চাইলেন আমাকে, পরে বললেন কাজটা কেমন হইলো? আমি তো স্টান্ট হয়ে গেলাম।"

বঙ্গবন্ধুর মরদেহ ধানমন্ডির ৩২ নম্বরে রেখে মন্ত্রী সভা গঠনে ব্যস্ত ছিলেন খন্দকার মোশতাক ও তার সহযোগীরা।

মোশারফ হোসেন বলেন, "আমি সেই মুহুর্তেই সিদ্ধান্ত নিয়েছি, আমি ইচ্ছা করলে বহুদিন ওখানে থাকতে পারতাম।" 

১৫ আগষ্ট রাষ্ট্র প্রধানের পদ গ্রহণ করেন মোশতাক। আর ২০ আগষ্ট মন্ত্রীসভায় যোগ দেন মোহাম্মদ উল্লাহ, আবু সাইদ চৌধুরী, এম ইউসুফ আলী, ফনী ভূষণ মজুমদার, সোহরাব হোসেন, আব্দুল মান্নান, মনোরঞ্জন ধর, আব্দুল মোমিন, আসাদুজ্জামান খান, এ আর মল্লিক, মোজাফফর আহমেদ চৌধুরী।   

এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শাহ মোয়াজ্জেম হোসেন, দেওয়ান ফরিদ গাজী, তাহের উদ্দিন ঠাকুর, নুরুল ইসলাম চৌধুরী, কে এম ওবায়দুর রহমান, মোমেন উদ্দিন আহমেদ, মোসলেম উদ্দিন খান, ক্ষিতীশ চন্দ্র ম-ল, মোহাম্মদ রিয়াজ উদ্দীন আহমেদ ও সৈয়দ আলতাফ হোসেন। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি