১৫ আগস্টের পুনরাবৃত্তি ২১ আগস্টে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা
প্রকাশিত : ১২:১৫, ১৩ আগস্ট ২০২৩ | আপডেট: ১২:২০, ১৩ আগস্ট ২০২৩
“বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের মর্মান্তিক মৃত্যু এবং ২১শে আগস্ট, ২০০৪ একই ষড়যন্ত্রকারী” শীর্ষক এক অনুষ্ঠানে বক্তারা বলেন, অপরাধী, দুর্বৃত্ত ও ষড়যন্ত্রকারী মুস্তাক, জিয়া, চাষী, ডালিম, বজলুল হুদা, রশিদ, আজিজ পাশাসহ আরও কয়েকজন ষড়যন্ত্রকারী কোন কারণ ছাড়াই ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড এবং সেই ইতিহাসের পুনরাবৃত্তি ২১শে আগস্ট ২০০৪-এ জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল।
শনিবার ঢাকা স্কুল অব ইকোনমিক্সের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয়েই দেশের উন্নয়নে সচেষ্ট। কিন্তু দেশের কল্যাণ ও গণতান্ত্রিক পরিস্থিতি ঠেকাতে ষড়যন্ত্রকারীরা একের পর এক জঘন্য অপরাধ করে চলছে।
প্রধান প্রবন্ধ উপস্থাপক হিসেবে জাহাঙ্গীরনার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আইরিন আক্তার বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা দেশের কল্যাণ করেছেন এবং এখন আমরা একটি গণতান্ত্রিক দেশে আছি, যেখানে মানুষ উন্নতি করছে।
অনুষ্ঠানের সেশন চেয়ার হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুব আলী বলেন, বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের বেশিরভাগ সদস্যকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে ধানমণ্ডি বাড়িতে একদল দুর্বৃত্ত কর্তৃক হত্যা করা হয়েছিল। ২১শে আগস্ট, ২০০৪-এর হামলার লক্ষ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করা এবং বাংলাদেশ আওয়ামী লীগের পুরো শীর্ষ নেতৃত্বকে নির্মূল করা। যারা দেশের উন্নয়ন করছে, একটি গণতান্ত্রিক উপায়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা স্কুল অব ইকোনমিক্সের উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাবের সভাপতি জামাল হোসেন, এস এম সাব্বির হাসান, রিদম দেবনাথ প্রমুখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রেহানা পারভিন, সহকারী অধ্যাপক ডা.সারা তাসনিম, সহকারী অধ্যাপক শামীম আহমদ।
অনুষ্ঠানে দুটি নৃশংস ঘটনার ওপর একটি তথ্যচিত্র দেখানো হয়।
এএইচ
আরও পড়ুন