ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

জাতীয় শোক দিবস

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল অ্যাসোসিয়েশন-এর শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৪, ১৫ আগস্ট ২০২৩ | আপডেট: ১৯:১৩, ১৫ আগস্ট ২০২৩

বিনম্র শ্রদ্ধায়, শোক ও ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে সমগ্র জাতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল অ্যাসোসিয়েশন। 

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টায় সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন নাট্যজন বরেণ্য শিক্ষক মাস্টার আবুল কাশেম শিল্পী, সাংবাদিক ও প্রাবন্ধিক সুফিয়ান মানিক। 

সংগঠনের বিভিন্ন কলেজ শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এ বি কলেজ শাখার সভাপতি মোঃ পারভেজ, সাধারণ সম্পাদক নারী নেত্রী মাইমুনা নাসিমা, সাহেদুর রহমান, সালেহ আহমেদ মুকুল, দীপু গুহ, সাইফ মুহাম্মদ মাহিন, তানবির হাসান তন্ময়, সাব্বির, জাহেদ হাসান চৌধুরী, শাকিল স্যাম, নীরব, আছমা হুমাইরা নিগার, জয়শ্রী দাশ রিক্তা, নাসরীন রীমা, শারমিন সুলতানা, সাদিয়া সুলাতানা দীপা, শাউরিন হামিদ, নাসলিন আক্তার মুক্তা, পাপড়ি আক্তার, সাবিহা সুলাতানা, ফাতেমা খানম মেঘনা, আলেয়া, দিদার। 

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল।

পৃথিবীর এই জঘন্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ ও মেয়ে বেবি, সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দু’কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।

কেআই//


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি