বাঘারপাড়ায় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
প্রকাশিত : ২২:৪৪, ৩১ আগস্ট ২০২৩
যশোরের বাঘারপাড়ায় স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে বৃহস্পতিবার আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ।
এদিন বিকেলে বাঘারপাড়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এ সংক্রান্ত আলোচনা সভায় সভাপতি করেন আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদিন।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা মৎসজীবী লীগের সভাপতি আবু তোহা, সাধারণ সম্পাদক সেলিম রেজা বাদশা, জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন,বাঘারপাড়া তাঁতীলীগের সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি এনায়েত হোসেন লিটন,সাধারণ সম্পাদক অশোক সাহা, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কামাল হোসেন, জহুরপুরের ইউপি সদস্য মুনতাজ আলী, মাজহারুল ইসলাম তুর্কি, মোজাফফর হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে দয়া ও গণভোজের আয়োজন করা হয়।
কেআই//
আরও পড়ুন