ঢাকা, শুক্রবার   ২৭ সেপ্টেম্বর ২০২৪

ঝিনাইদহে শোক দিবস পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৫, ১৫ আগস্ট ২০১৯ | আপডেট: ১২:৩৫, ১৫ আগস্ট ২০১৯

জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা ৭১ এ গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই, খালেদা খানম, জেলা প্রশাসক পুলিশ সুপার, পৌর মেয়রসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান। এর আগে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোক র‌্যালি বের করা হয়।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি