ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে জাতীয় শোক দিবস পালন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৯, ১৫ আগস্ট ২০১৯ | আপডেট: ১৪:৩৫, ১৫ আগস্ট ২০১৯

সিরাজগঞ্জে জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সব শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে সর্বস্তরের মানুষ। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগ ও জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির শুরুতে কালো ব্যাচ ধারণ করে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ ছাড়া দিবসটি উপলক্ষে সিরাজগঞ্জের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিল, প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী জাতির পিতার জীবনী ও কর্মের উপর আলোচনা, মিলাদ মাহফিল, কাঙ্গালী ভোজ, দেশের গানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি