ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কুড়িগ্রামে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০২, ১৫ আগস্ট ২০১৯

কুড়িগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালি, মিলাদ মাহফিল, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে শাপলা চত্বর সংলগ্ন জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল শেষে গরিব-দু:স্থদের মাঝে নগদ অর্থ, শাড়ি-লুঙ্গিসহ খাবার বিতরণ করা হয়। সকাল ৯টায় জেলা প্রশাসকের আয়োজনে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভ হতে একটি শোক র‌্যালি শহর প্রদক্ষিণ করে শোক সভায় মিলিত হয়।

এছাড়াও কুড়িগ্রাম পৌরসভা কর্তৃক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দান, শোক র‌্যালি এবং চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জাতীয় শোক দিবসে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সুলতানা পারভীন, জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি জাফর আলী, পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, পৌর মেয়র আব্দুল জলিল, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক খ.ম. আতাউর রহমান বিপ্লব প্রমুখ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি