ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জাতির পিতার প্রতিকৃতিতে বিডিইউ উপাচার্যের শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৯, ১৫ আগস্ট ২০১৯ | আপডেট: ২০:৫৬, ১৫ আগস্ট ২০১৯

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ’র উপাচার্য অধ্যাপক ড.মুনাজ আহমেদ নূর।

বৃহস্পতিবার সকাল ১০টায়  ধানমন্ডি-৩২ নম্বরে অবস্থিত প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিঁনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আশরাফ উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এসময় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, ১৯৭৫ সালে সদ্য স্বাধীন যুদ্ধ-বিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু যখন পুরো জাতিকে নিয়ে সোনার বাংলা গড়ার সংগ্রামে নিয়োজিত, তখনই স্বাধীনতাবিরোধী-যুদ্ধাপরাধী চক্র জাতির পিতাকে হত্যা করে।

উপাচার্য জাতীয় শোক দিবসে জাতির পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করে শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার ত্যাগ- তিতিক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ ধারণ করে একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।
আই/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি