ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

চট্টগ্রাম সমিতি-ঢাকার উদ্যোগে শোক দিবস পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৬, ১৫ আগস্ট ২০১৯ | আপডেট: ২০:৫৩, ১৫ আগস্ট ২০১৯

শতবর্ষী সামাজিক সংগঠন চট্টগ্রাম সমিতি-ঢাকার উদ্যোগে অবিসংবাদিত নেতা ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ৩২ তোপখানা রোডে চট্টগ্রাম ভবন মিলনায়তনে খতমে কোরান, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

সমিতির সভাপতি ও সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারকের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল মাবুদের সঞ্চালনায় শোক দিবসে খতমে কোরান পরিচালনা করেন মৌলানা রফিকুল ইসলাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব ও সমিতির জীবনসদস্য ড. সৈয়দ মু. এমদাদ উদ্দীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির ট্রাস্টি বোর্ড, উপদেষ্টা পরিষদ, হাসপাতাল কমিটি, নির্বাহী পরিষদের কর্মকর্তা ও সমিতির উল্লেখযোগ্য সংখ্যক জীবনসদস্য। 

এনএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি