ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

বিনম্র শ্রদ্ধায় শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০২, ১৪ ডিসেম্বর ২০২০

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে শহিদ বুদ্ধিজীবীদের। সারা দেশের পাশাপাশি নানা শ্রেণি ও পেশার মানুষ মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। দিনটি উপলক্ষে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

ইতিমধ্যে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। সেই সঙ্গে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার পক্ষ থেকে শহিদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানানো হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

তবে করোনা পরিস্থিতির কারণে অন্য সময়ের তুলনায় এবার মানুষ কিছুটা কম দেখা গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। 

অপরদিকে, রায়েরবাজার বধ্যভূমিতে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন অনেক মানুষ। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসেছেন শহিদদের শ্রদ্ধা জানাতে। 
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি