ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

মুজিবনগর: যুদ্ধকালীন সরকার পরিচালিত হয় এখান থেকে (ভিডিও)

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৪, ৫ ডিসেম্বর ২০২১

১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরের আম্রকাননে গঠিত হয় স্বাধীন বাংলার প্রথম সরকার। মুজিবনগরের সঙ্গে মিশে আছে বাঙালির স্বাধীনতা আর স্বার্বভৌম রাষ্ট্র গঠনের স্মৃতি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ১৯৭১ সালের ১৭ই এপ্রিল বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ হয় মেহেরপুরের বৈদ্যনাথতলা আম্রকাননে। 

কারাগারে বন্দী থাকলেও বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করা হয়, অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন সৈয়দ নজরুল ইসলামসহ মন্ত্রী পরিষদের সদস্যরা। 

দীর্ঘ নয় মাসের যুদ্ধকালীন সরকার পরিচালিত হয় এখান থেকে। 

৩৯.৩৭ একর জমির উপর সবুজ শান্ত পরিবেশে মাথা উচুঁ করে দাঁড়িয়ে আছে স্মৃতিসৌধটি। ১৯৪৮ সাল থেকে ১৯৭১ পর্যন্ত এই ২৩টি বছর পাকিস্থানীদের নিপীড়ন, শোষণ আর নির্যাতনের প্রতীক এই ২৩টি স্তম্ভ।

পাশাপাশি বীর বাঙালির ক্রমবর্ধমান প্রতিরোধের প্রতীক এই ২৩টি দেয়াল। 

স্বাধীনতার পর এর নাম হয় মুজিবনগর।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি