ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নতুন বইয়ের গন্ধে আত্মহারা পথশিশুরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩২, ২১ ফেব্রুয়ারি ২০২২

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাজধানীর উত্তরার একটি বেসরকারি স্কুলের পক্ষ থেকে পথশিশুদের মাঝে বই বিতরণ করা হয়েছে। 

সোমবার সকালে উত্তরা ১১ নম্বর সেক্টরে অবস্থিত অ্যাকোলেডস স্কুল প্রাঙ্গণে স্কুলের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ সময় ভাষা আন্দোলনে শহীদ সবাইকে স্মরণ করেন তারা। 

পরে স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে পথশিশুদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।

এ সময় স্কুলের প্রিন্সিপাল ঢাকা শিক্ষা বোর্ডের প্রাক্তন প্রধান পরীক্ষক এ এইচ এম সাইফুর রহমানসহ স্কুলের অন্যান্য সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি