ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাতি পূর্ণ করলো বিজয়ের ৫১ বছর

প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪, ১৬ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

মহান বিজয় দিবস আজ। দিনটিতে বাঙালি জাতি পূর্ণ করলো বিজয়ের ৫১ বছর। দীর্ঘ নয় মাসের রক্ষক্ষয়ী যুদ্ধ শেষে বিশ্ব মানচিত্রে অভ্যুদ্বয় ঘটে বাংলাদেশের। যে নামের সঙ্গে জড়িয়ে আছে ৩০ লাখ শহীদ আর সম্ভ্রম হারানো মা বোনদের আত্মদানের গৌরব।

শাসনের নামে পশ্চিম পাকিস্তানের শোষণের বিরুদ্ধে একাট্টা হলো বাঙালি। বাংলার অবিসংবাদিত নেতা ডাক দিলেন চূড়ান্ত মুক্তির। 

একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি হত্যাযজ্ঞে মাতলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিলেন, শুরু হলো মুক্তির যুদ্ধ। হাতে অস্ত্র তুলে নিলো বীর বাঙালি।

রণাঙ্গনে গঠিত হলো যৌথ বাহিনী। মুক্তিযোদ্ধাদের বীরত্বে আর সাড়ে সাত কোটি বাঙালির অপরিসীম আত্মত্যাগপূর্ণ সহায়তায় গুঁড়িয়ে দেয়া হয় পাকিস্তানি সেনাদের ঘাঁটি। একের পর এক মুক্ত হয় নতুন নতুন অঞ্চল; পিছু হটে পাকিস্তানি হানাদার সেনারা। 

মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষের পাশে সার্বিক সহযোগিতা দিয়ে এগিয়ে আসে প্রতিবেশী দেশ ভারত। কোটি বাঙালিকে আশ্রয় দিয়ে বাড়িয়ে দেয় সাহায্যের হাত। ওই সময় পরাশক্তি সোভিয়েত ইউনিয়নও বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থন দিয়ে পক্ষ নেয় সরাসরি।

সশস্ত্র মুক্তিযুদ্ধে পরাজয় মেনে নিতে বাধ্য হয় পাকিস্তানি হানাদার বাহিনী। ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান তৎকালীন রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে।

বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে রয়েছে বাংলার মানুষের অদম্য সাহস, শক্তি আর ইতিহাস তৈরির অহঙ্কার। যার পূর্ণতা এনে দিয়েছে মহান বিজয় দিবস।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি