ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে তিন জমজ ভাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০, ১৬ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৪:২৩, ১৯ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ফাহিম, ফাতিম, তানভির- তিন জমজ ভাই। চেহারার মতো মিল রয়েছে তাদের চাল-চলন ও আচার-আচরনেও। পোশাকও পড়েছে একই রকমের। আজ বিজয় দিবসের সকালে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে জয়পুরহাটে শহীদ মিনারে বাবার সঙ্গে এসেছে তারা তিনজন।

বাবার কাছ থেকে মুক্তিযুদ্ধের কথা শুনেছে, স্কুলের স্যারেরাও এ বিষয়ে অনেক কিছু শুনিয়েছে তাদেরকে। তাই বাবার সঙ্গে শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছে তারা।

শিশু তিনটির বাবা আসাদুজ্জামান জানান, আমার তিন ছেলে জমজ। তাদের বয়স ৭ বছর। পড়ে দ্বিতীয় শ্রেণিতে। এদের মিল এতোটাই যে বাসায় একটি কমলা থাকলেও সেটা তিনজনে মিলে ভাগ করে খাবে।

পরাধীনতার গ্লানি থেকে দেশকে মুক্ত করতে যারা তাদের প্রাণ উৎসর্গ করেছেন তাদের সম্পর্কে পরিচয় করিয়ে দিতেই সন্তানদের নিয়ে শহীদ মিনারে এসেছেন বলেও জানান আসাদুজ্জামান।

 

এম/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি