ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

স্মৃতিসৌধ এলাকায় পুলিশের ব্লাড ক্যাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৯, ১৬ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৪:২১, ১৯ ডিসেম্বর ২০১৭

ঢাকা জেলা পুলিশের উদ্যোগে সাভার স্মৃতিসৌধে চলছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী। স্মৃতিসৌধের গেইটে স্থাপন করা ক্যাম্পে সকাল আটটায় শুরু হয় এ রক্তদান কর্মসূচী। বাংলাদেশ পুলিশের নিজস্ব ব্লাড ব্যাংক আয়োজিত এ ক্যাম্পে নিজ উদ্যোগে ও উৎসাহ নিয়ে রক্ত দিতে দেখা যায় অনেককে। পুলিশকে এ কাজে সহযোগিতা দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তকণিকা।

সকাল থেকে এখন পর্যন্ত চৌত্রিশ জনেরও বেশি রক্তদাতা রক্ত দিয়েছেন বলে জানা যায়।

              

/এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি