ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

আ. লীগই অসম্ভবকে সম্ভব করতে পারে : মতিয়া চৌধুরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩১, ১৬ ডিসেম্বর ২০১৭

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে শেখ হাসিনা অভূতপূর্ব বিজয় অর্জন করেছে। আওয়ামী লীগই কেবল অসম্ভবকে সম্ভব করতে পারে।

আজ শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সামনে বিজয় দিবসের র‌্যালি উদ্বোধনকালে এসব কথা বলেন মতিয়া চৌধুরী। 

দেশ দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আজ যে উন্নয়ন সারাদেশে হচ্ছে, বিএনপি থাকলে এর কিছুই হতো না। স্কুল-কলেজ, ব্রিজ, রাস্তাঘাটসহ সব দিকেই দ্রুত উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারবেন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে।’

প্রধানমন্ত্রীর মমত্ববোধের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আজকে মিয়ানমারের ১০ লাখ লোককে পরম মমতায় বাংলাদেশে স্থান দিয়েছেন। সারাবিশ্বের মানুষ তার মানবিকতা দেখেছেন।’

আজ বিকাল সাড়ে তিনটায় বিজয় দিবসের র‌্যালিটি উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। র‌্যালিতে নেতা-কর্মীদের পাশাপাশি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও অংশ নেন।

/ডিডি/ এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি