ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

গ্রন্থমেলার ওয়েবসাইট ও অ্যাপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৫, ৫ ফেব্রুয়ারি ২০১৮

গ্রন্থমেলার সব তথ্য এক জায়গায় পেতে নতুন একটি ওয়েবসাইট এনেছে বাংলা একাডেমি। (ba21bookfair.com) ওয়েবসাইট থেকে প্রতিদিন মেলায় বিভিন্ন আয়োজন এবং নতুন বই সম্পর্কে সব তথ্য পাওয়া যাবে। মেলার প্রথম ওয়েবসাইটটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওয়েবসাইটের পাশাপাশি রয়েছে অ্যাপ। তাই যে কেউ মোবাইলে অ্যাপটি ডাউনলোড করেও তথ্য দেখতে পারবেন। প্রযুক্তির সঙ্গে গ্রন্থমেলাকে সম্পৃক্ত করার জন্যই এই প্রয়াস বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
এগুলো হলো- মেলার সময়সূচি, ২০১৮ সালে প্রকাশিত বই, ঘোষণা, অনুষ্ঠানসূচি, বঙ্গবন্ধুর বই, আজকের বই, কালো তালিকাভুক্ত স্টলের নাম এবং বিশেষ সেবা।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি