ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ভাষা সৈনিকদের নামের তালিকা তৈরির অগ্রগতি নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৯, ১০ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২২:৩১, ১০ ফেব্রুয়ারি ২০১৮

সাড়ে ৬ দশকেও সরকারিভাবে তৈরি হয়নি ভাষা সৈনিকদের নামের তালিকা। হাইকোর্টের নির্দেশে ভাষা আন্দোলনের সঙ্গে সম্পৃক্তদের তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হলেও তার অগ্রগতি নেই। তবে, আর্থিক সহযোগিতা পেলে ভাষা সৈনিকদের তালিকা জীবদ্দশায় করে যেতে চান ভাষা সৈনিক আহমদ রফিক।


দীর্ঘ কয়েক দশকেও তৈরি হয়নি ভাষা সৈনিকদের নামের তালিকা। অনেক ভাষাসৈনিক আজ প্রয়াত। তাদের সঙ্গে হারিয়ে গেছে ভাষা আন্দোলনের অনেক অজানা তথ্য। যারা এখনও বেঁচে আছেন, বয়সের ভারে ন্যুব্জ সবাই। তারপরও একটি তালিকা দেখে যাওয়ার আশা ভাষা সৈনিকদের।


বাংলা ভাষার গৌরবের আন্দোলনে সম্পৃক্তদের তালিকা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ও আদেশ হয় ২০১০ সালে। আদেশের পর বাংলা একাডেমি ৬৫ জনের নামের তালিকা দিলেও পূর্ণাঙ্গ করতে পারেনি।

সরকার পদক্ষেপ না নেওয়ায় পরে আদালত অবমাননার অভিযোগও আনা হয়। সেই থেকে স্থগিত রয়েছে তালিকা করার প্রক্রিয়া।


হাইকোর্টের নির্দেশিত তালিকা তৈরির কমিটির আহ্বায়ক ভাষা সৈনিক আহমদ রফিক জানান, তিনি নিজ উদ্যোগে এখন পর্যন্ত ২২১ জনের একটি তালিকা করেছেন। আর্থিক সহযোগিতা পেলে ব্যক্তিগতভাবে এই কাজ শেষ করে যেতে চান তিনি।


তালিকা তৈরির জন্য জেলা পর্যায়ে যোগাযোগ করার কথাও জানান এই ভাষা সৈনিক।

ভিডিও লিংক- যঃঃঢ়ং://িি.িুড়ঁঃঁনব.পড়স/ধিঃপয?া=ঐ৩৭ছফম৬ীহমশ

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি