ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

একুশের গ্রন্থ মেলায় বাবা মেয়ের দুই বই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

মোস্তাফিজুর রহমান। একজন লেখক। তার লেখালেখি শুরু আশির দশক থেকে। কবিতা, ছড়ার মাধ্যমে লেখালেখির যাত্রা শুরু হলেও ছোট গল্প, ছড়াগান, আধুনিক গান, প্রবন্ধ লেখা ও বিভিন্ন পত্রিকায় নিয়মিত কলাম লিখছেন।

এবছর একুশে বই মেলায় প্রকাশ পেয়েছে ছড়ার বই ‘ভূতের সঙ্গে সেলফি’। বইটি প্রকাশ করেছে- একুশে বাংলা প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন স্বজন মোহাম্মদ।

মজার বিষয় হচ্ছে এবারের বই মেলায় প্রকাশ পেয়েছে মোস্তাফিজুর রহমানের মেয়ে আয়েশা নাওয়ার নাজহার ইংরেজি কবিতার বই ‘দ্য ম্যাজিক স্টিক’। এ বইটিও প্রকাশ করেছে একুশে বাংলা প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন- স্বজন মোহাম্মদ।

উল্লেখ্য, কবি, ছড়াকার ও লেখক মোস্তাফিজুর রহমান বর্তমানে দৈনিক সমকাল পত্রিকার ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।

‘ভূতের সঙ্গে সেলফি’- তার প্রথম ছড়া গ্রন্থ। বাংলা প্রকাশন থেকে ২০০৪ সালে সুদূরীকার পত্র নামে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি