ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

পশু-পাখির বিচরণ ক্ষেত্র নাটোরের শহীদ মিনার [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ০৯:৪০, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

নাটোরের কেন্দ্রীয় শহীদ মিনারের সীমানা প্রাচীর না থাকায় তা এখন পশু-পাখির অবাধ বিচরণ ক্ষেত্র। রাতের বেলায় চলে মাদকসেবীদের আড্ডা।

শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় বেষ্টনি নির্মাণ অথবা অন্য কোন জায়গায় সরিয়ে নেয়ার দাবি জানিয়েছেন নাটোরবাসী।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে নাটোরের কানাইখালী স্টেডিয়ামে ২০০০ সালে নির্মাণ করা হয় কেন্দ্রীয় শহীদ মিনার। কিন্তু কোন সীমানা প্রাচীর না থাকায় পুরোপুরি অরক্ষিত হয়ে পড়েছে শহীদ মিনারটি। রাতের বেলায় বসে মাদকসেবীদের আসর।

শহীদ বেদিতে গবাদি পশুর অবাধ বিচরণ, জুতা পায়ে উঠছে মানুষ, নষ্ট হচ্ছে শহীদ মিনারের পবিত্রতা।

এমন অবস্থায় শহীদ মিনারটি অন্য কোথাও সরিয়ে নেয়ার দাবী জানিয়েছে নাটোরবাসী। 

এদিকে ষ্টেডিয়ামে শহীদ মিনার নির্মাণ করায় খেলাধুলার আয়োজন ও অনুশীলনে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

সবার মতামতের ভিত্তিতে শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি