এই দিনে উত্তোলন করা হয় বাংলাদেশের পতাকা [ভিডিও]
প্রকাশিত : ২২:৪৮, ২ মার্চ ২০১৮ | আপডেট: ০৯:৪৯, ৩ মার্চ ২০১৮
একাত্তরের ঐতিহাসিক ২রা মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উত্তোলন করা হয়েছিল বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা। আরো একধাপ এগিয়ে যায় স্বাধীনতা আন্দোলন। সশস্ত্র সংগ্রামের পথ ধরে পরবর্তীতে স্বাধীন দেশ পায় বাঙালী জাতি।
জেনারেল ইয়াহিয়া ১৯৭১এর পহেলা মার্চ জাতীয় পরিষদের বৈঠক স্থগিত করার খবরে বিক্ষুব্ধ হয়ে উঠে ছাত্র-জনতা। নতুন মাত্রা পায় আন্দোলন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এদিন প্রতিবাদী জনসভা আয়োজন করে ছাত্রলীগ। বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রীর বাঁধভাঙ্গা জোয়ার ছিল সেদিন। অন্যদিনের মত ছাত্রনেতারা দাঁড়িয়ে বক্তৃতা করতে গেলে অগনিত মানুষের জন্য তাদের দেখতে না পারায় প্রথমে টেবিলে, পরে গাড়ি বারান্দার ছাদে বক্তৃতা দেন। প্রথমবারের মত বাংলাদেশের মানচিত্রখচিত প্রথম পতাকা উত্তোলন করেন আ স ম আব্দুর রব।
ছাত্রলীগের তৎকালীন সভাপতি নূরে আলম সিদ্দিকী সেদিন ছাত্রসভার সভাপতিত্ব করছিলেন। সৃষ্টি হয় অভূতপূর্ব দৃশ্যের।
একাত্তরে ২রা মার্চ যে পতাকা উড়ানো হয়েছিল, নয় মাসের সশস্ত্র যুদ্ধে ত্রিশ লাখ শহীদ ও ২ লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে সেই পতাকার সম্মান রেখে স্বাধীন হয় বাংলাদেশ।