নেত্রকোণায় শহীদদের পরিবাররা কোনো সহযোগিতা পায়নি [ভিডিও]
প্রকাশিত : ২৩:২১, ২ মার্চ ২০১৮
স্বাধীনতার ৪৬ বছর পার হয়ে গেলেও নেত্রকোণায় শহীদ পরিবারগুলো সরকারি-বেসরকারি কোন সহযোগীতা পায়নি। নেয়া হয়নি বুদ্ধিজীবী হত্যার স্থানগুলো সংরক্ষণের কোনো উদ্যোগ।
একাত্তরের ২৯ এপ্রিল হানাদার বাহিনী নেত্রকোনায় প্রবেশ করেই, মহকুমা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় রাজাকারদের সঙ্গে নিয়ে হত্যাযজ্ঞের নীল নকশা করে।
প্রথম দিনই মোক্তারপাড়া’র সেন পরিবারের ডাক্তার মিহির সেনসহ ৬ সদস্যকে গুলি করে হত্যা করে। সেই বিভীষিকাময় ক্ষণটি আজো ভুলতে পারেনি পরিবারের সদস্যরা।
শুধু তাই নয় পর্যায়ক্রমে নেত্রকোণায় নির্বিচারে গণহত্যা চলে। ত্রিমোহনী ব্রীজ, মোক্তারপাড়া ব্রীজসহ ১৫টি স্থানে পড়ে থাকে কয়েক হাজার মুক্তিকামী জনতার মৃতদেহ।
এদিকে এতো বছরেও বধ্যভূমিগুলো সংরক্ষিত না হওয়ায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।
বধ্যভূমিগুলো সংরক্ষণ এবং শহীদ পরিবারকে অর্থনৈতিক সহযোগিতাসহ স্বীকৃতির ব্যবস্থার আশ্বাস দিয়েছে জেলা পরিষদ।
একাত্তরের গণহত্যার বধ্যভূমিগুলো সংরক্ষণ ও শহীদ পরিবারকে সহযোগিতার আশ্বাস বাস্তবায়ন চান মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষেরা।