ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

ভালো নেই রংপুরের শহীদ শংকুরের মা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪১, ৮ মার্চ ২০১৮

১৯৭১ এর মার্চ মাস। রংপুরে ছাত্রজনতার মিছিলে গুলিবর্ষণ করে অবাঙ্গালী ব্যবসায়ী সরফরাজ খান। শহীদ হন মিছিলের সামনে থাকা ষষ্ঠ শ্রেণির ছাত্র শংকু সমাদ্দার। স্বাধীনতার এতো বছর পরও শংকু পায়নি কোন রাষ্ট্রীয় স্বীকৃতি। অনাহারে-অর্ধাহারে দিন কাটছে তার বৃদ্ধ মায়ের।

স্বাধীনতার দাবিতে রংপুর নগরীর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে মিছিল বের হয় ছাত্রলীগের নেতাকর্মীদের নেতৃত্বে। স্টেশন এলাকা অতিক্রমের সময় নিজের বাসা থেকে মিছিল লক্ষ্য করে গুলি ছোঁড়ে অবাঙ্গালী ব্যবসায়ী সরফরাজ খান। ঘটনাস্থলেই শহীদ হয় শংকু সমাদ্দার।
শংকু সমাদ্দারের মৃত্যুর দিনটি এক রকম নীরবেই কেটে যায়। থাকে না কোন আয়োজন। আর দারিদ্রতার সঙ্গে লড়াই করে দিন কাটে শহীদ শংকুর বৃদ্ধ মায়ের।


শহীদ শংকুর আজও কোন রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ায় ক্ষোভ জানান বিশিষ্টজনরা। শংকুর মৃত্যু রংপুরে স্বাধীকার আন্দোলনে নতুন মাত্রা যোগ করে- যার ধারাবাহিকতায় ২৭ মার্চ লাঠি নিয়ে হাজারো জনতা রংপুর সেনানিবাস আক্রমণ করে। সেসময় পাকিস্তানি সেনাদের গুলিতে শহীদ হন হয় অসংখ্য মানুষ।

এসএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি