ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

আজ ঐতিহাসিক ১৯ মার্চ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ১৯ মার্চ ২০১৮ | আপডেট: ১১:৫৪, ১৯ মার্চ ২০১৮

আজ ১৯ মার্চ। একাত্তরের এদিনে জয়দেবপুরে পাকসেনাদের সঙ্গে জনতার সংঘর্ষে ১৩ জন নিহত হয়। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন সেনানিবাসে বাঙালী সেনাদের অস্ত্র জমাদানের নির্দেশ দেয়া হলেও তাতে অস্বীকৃতি জানায় এ মাটির শ্রেষ্ঠ সন্তানরা। তবে পৃথিবীর জঘন্য গণহত্যার অপারেশন সার্চ লাইট ঠিক করে পাকিস্তানি সামরিক জান্তা।

পাকিস্তানের সেনাসংখ্যা বৃদ্ধির অংশ হিসেবে ১৯ শে মার্চ জয়দেবপুর অতিক্রম করছিল একটি বহর। সেখান থেকেই পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলনরত জনতার ওপর চালানো হয় গুলি।

এদিন বাঙালী নিধনের অপারেশন সার্চ লাইট এর তাবৎ পরিকল্পনা করতে থাকে উচ্চপদস্থ পাকসেনারা। অপরদিকে ঢাকায় বঙ্গবন্ধুর সাথে বৈঠকে বসে ইয়াহিয়া। প্রায় দেড় ঘন্টার বৈঠক শেষে বঙ্গবন্ধু যেকোন পরিস্থিতি মোবাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দেন।

তবে ১৯ মার্চ জয়দেবপুরে জনতার ওপর গুলিতে ১৩ জন প্রাণ হারানোর পর বাঙালী সেনাসদস্যরা আসন্ন যুদ্ধ সম্পর্কে মনস্থির করে প্রস্তুতি নিতে থাকে।

একই দিন চট্টগ্রামে ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাপের জনসভায় মওলনা ভাসানী বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা হস্তান্তরে শেষবারের মত আহ্বান জানান।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি