ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

আজ ঐতিহাসিক ২২ মার্চ(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৮, ২২ মার্চ ২০১৮

আজ ২২ মার্চ। ১৯৭১ সালের এ’দিন, স্বাধীনতার দাবিতে ঢাকাসহ গোটা পূর্ব পাকিস্তান উত্তাল ছিলো মিছিলে-শ্লোগানে। সেই আন্দোলন আরো বেগবান হয় পল্টনে প্রাক্তন সৈনিক সংস্থার সভা থেকে স্বাধীনতার ডাক আসায়। জনসভা, জাতীয় সংগীত ও প্যারেডের মধ্য দিয়ে পরের দিন সারাদেশে আনুষ্ঠানিক পতাকা উত্তোলনের প্রস্তুতি নেয় ছাত্ররা।

স্বাধীনতার দাবিতে তখন উজ্জীবিত জনতা। এর মধ্যেই আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ও পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো। এদিনই আন্তর্জাতিক গণমাধ্যমে সামরিক জান্তার ব্যাপক অস্ত্র মজুদের খবর আসে।

পরের দিন সরকারিভাবে যখন পাকিস্তান রিপাবলিক ডে পালনের প্রস্তুতি চলছিলো, তখন বাংলার ছাত্র- জনতা প্রস্তুতি নেয় বাংলাদেশের পতাকা উত্তোলনের।

ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ডাকসুর ভিপি-জিএস পরের দিনের জনসভা সফল করার আহবান জানান।

ঢাকা মহানগরীতে ছাত্র সমাবেশের দায়িত্ব পালনকারী শরীফ নুরুল আম্বিয়ার স্মৃতিতে এখনো জ্বলজ্বলে মিছিলের সেই দৃশ্য।

এদিন, থেকে আরো তৎপর হয় প্রাক্তন সৈনিক সংস্থাসহ বিভিন্ন সংগঠন।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি