ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাওয়ের জাঠিভাঙ্গা গনহত্যা দিবস আজ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮, ২৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৭:২২, ১৮ আগস্ট ২০১৮

আজ ২৩ এপ্রিল ঠাকুরগাওয়ের জাঠিভাঙ্গা গনহত্যা দিবস । ৭১’র এই দিনে পাকি হানাদার বাহিনী স্থানীয় রাজাকারদের সহায়তায় ৩ হাজারেরও বেশি নীরিহ মানুষকে হত্যা করে । গণহত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার ও শহীদ পরিবারের মযার্দার দাবী জানিয়েছেন শহীদদের স্ত্রী-সন্তানরা।

৭১’র ২৩ এপ্রিল। পাকিস্তানি দখলদার বাহিনীর অত্যাচারে ভিটে ছেড়ে ভারত পালিয়ে যাচ্ছিল ঠাকুরগাঁওয়ের বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ। শরণার্থী ঢল সীমান্ত পেরুনোর আগে একটু বিশ্রামের জন্য আশ্রয় নিয়েছিল জাঠিভাঙ্গায়।

খবর পেয়ে সেখানে অভিযান চালায় পাকিস্তানি সেনাবাহিনী এবং রাজাকাররা। বেছে বেছে পুরুষদেরকে নদী তীরে নিয়ে যায় এবং লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে।

ভয়াবহ এই গণহত্যার স্মরণে ১৯৯৬ সালে সেখানে একটা স্মৃতিসৌধ নির্মাণ করে আওয়ামী লীগ সরকার। তবে নির্যাতনের শিকার বিধবা ও তাদের সন্তানরা আজো কোনো সরকারি সুযোগ-সুবিধা পায়নি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি