ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

বিজয় দিবসের বিশেষ নাটক ‘বিসর্জন ৭১’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৪, ১৬ ডিসেম্বর ২০১৮

মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ নাটক ‘বিসর্জন ৭১’। সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, মুনিরা মিঠু, জাকিয়া বারী মম, আহসান হাবিব নাসিম, শ্যামল মাওলা, সুজাত শিমুল প্রমুখ।

যুদ্ধের বেদনায় গাঁথা এই নাটকের গল্পে দেখা যাবে- মুক্তিযুদ্ধ শুরুর সময়, ঢাকা, ১৯৭১ সাল। ঘরে ঘরে হত্যাযজ্ঞ চালাতে থাকে হানাদার বাহিনী। হত্যা, ধর্ষণ আর গোলাগুলিতে প্রকম্পিত হয়ে ওঠে পুরনো ঢাকার শাঁখারি বাজার।
উপায় না দেখে একটি ঘরে খাটের নিচে শহীদ তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে লুকিয়ে রাখে, তার বোন পুরো পরিবার রক্ষার দায়িত্ব কাঁধে তুলে নেয়। হানাদার বাহিনী শহীদের বাড়ীর দরজায় টোকা দিলে তার বোন দরজা খুলে দেয়। তখন শহীদের স্ত্রী খাটের নিচ থেকে কাশি দিচ্ছিলো, নিরুপায় হয়ে তার মুখ চেপে ধরে। মিলিটারি শহীদের বোনকে তুলে নিয়ে যায়। এরপর শহীদের স্ত্রীকে খাটের নিচ থেকে বের করা হলে দেখা যায় নিথর দেহ, দম বন্ধ হয়ে মারা গেছে সে। তারও অনেক পরে খাটের নিচ থেকে একটা শিশুর কান্না ভেসে আসে।
এখানে অন্তঃসত্ত্বা স্ত্রীর চরিত্রে অভিনয় করেন জাকিয়া বারী মম।

নাটকটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ৫মিনিটে।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি