ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মেলার ৬ষ্ঠ দিনে নতুন বই ১৫২টি [ভিডিও]

প্রকাশিত : ২৩:৫৬, ৬ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৬:০০, ৭ ফেব্রুয়ারি ২০১৯

লেখক পাঠকের সমাবেশে দিনে দিনে জমে উঠঠে অমর একুশে গ্রন্থ মেলা। মেলার ৬ষ্ঠ দিনে বেচাকেনা খুব বেশি না হলেও প্রকাশকরা আশা করছেন, সামনের দিনগুলোতে বিক্রি বাড়বে।

বুধবার মেলায় এসেছে নতুন ১৫২টি বই। মানসম্মত বই বের করা ও পড়ার দিকে নজর বাড়ানো দরকার বলে মনে করেন শিক্ষাবিদরা।

দিনে দিনে জমে উঠছে অমর একুশে গ্রন্থ মেলা। অনেক নতুন বইয়ের সমারোহ আর প্রাণের টানে জ্ঞান অন্বেষনে ছুটে আসছেন বই প্রেমিরা।

প্রিয় বইয়ের খোজে মেলাজুড়ে পাঠকদের ভীড়। পছন্দসই বই পেলেই কিনে ফেলছেন অনেকে, অনেকে ব্যস্ত এখনও বই বাছাইয়ে। প্রযুক্তির চাপে বই যেন গুরুত্ব না হারায়, এমনটাই প্রত্যাশা তাদের।

অনেক নতুন নতুন বই এনেছেন প্রকাশকরা। তারা বলছেন, বেশীর ভাগ বই প্রকাশিত হয়েছে, বাকিগুলোও চলে আসবে। আর বিক্রয়ও উল্লেখযোগ্য।

মেলাজুড়ে দেখা গেছে লেখকদের উপস্থিতি। নিজের বইয়ের বিভিন্ন বিষয় তুলে ধরছেন তারা। আর পাঠকদের  মানসম্মত বই কেনার পরামর্শ দিয়েছেন সাহিত্যিকরা।

কবিতা উপন্যাস, ছড়াসহ বিভিন্ন বিষয়ের লেখা নিয়ে মেলার ৬ষ্ঠ দিনে নতুন বই এসেছে ১৫২টি।

ভিডিও: https://youtu.be/iZAGjkYMN7Q

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি