ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বেহুলাবাংলা প্রকাশনে গল্পগ্রন্থ এলিয়েনের সঙ্গে আড্ডা

প্রকাশিত : ০০:১৩, ৮ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ০৮:৪৬, ৮ ফেব্রুয়ারি ২০১৯

অমর একু‌শে গ্রন্থ‌মেলায় প্রকাশ পেয়েছে র‌নি রেজার প্রথম গল্পগ্রন্থ এলিয়ে‌নের স‌ঙ্গে আড্ডা। বেহুলাবাংলা প্রকাশন থে‌কে প্রকা‌শিত বইটি সাজা‌নো হ‌য়ে‌ছে ১০টি গল্প দি‌য়ে। প্র‌তি‌টি গল্পই বি‌ভিন্ন সম‌য়ে দে‌শের শীর্ষ প‌ত্রিকাগু‌লোর সা‌হিত্যপাতায় প্রকাশ হ‌য়ে‌ছে। অ্যাবাট‌র চল‌চ্চি‌ত্রের এক‌টি চ‌রিত্র অবলম্ব‌নে বইটির প্রচ্ছদ এঁ‌কে‌ছেন স্ব‌দেশ।

বইটি সম্প‌র্কে র‌নি রেজা ব‌লেন, দীর্ঘ‌দিন ধ‌রে জাতীয় প‌ত্রিকায় লেখা‌লে‌খি কর‌লেও বই প্রকাশ হ‌চ্ছে এটিই প্রথম। প্রথ‌মের প্র‌তি সবারই আলাদা মায়া থা‌কে। সেই মায়া থে‌কেই স‌র্বোচ্চটা দেয়ার চেষ্টা ক‌রে‌ছি। বাস্ত‌বিক জীব‌নের এমন কিছু ঘটনা থাকে যা কল্পনা‌কেও হার মানায়।

আবার কল্প‌লো‌কেরও অনেক বিষয় আমা‌দের দৈন‌ন্দিন জীব‌নে লে‌প্টে থা‌কে; আমরা হয়‌তো বুঝ‌তেই পা‌রি না। এসব বিষয় নি‌য়েই একটু ভিন্নভা‌বে গল্পগু‌লো উপস্থাপন করা হ‌য়ে‌ছে। আশা কর‌ছি পাঠক বইটি থে‌কে লাভবান হ‌বেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি