ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

এপেক্স ক্লাবস অব বাংলাদেশের আলোচনা সভা

প্রকাশিত : ১৫:১২, ২১ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:৪৬, ২১ ফেব্রুয়ারি ২০১৯

দি ন্যাশনাল এসোসিয়েশন অব এপেক্স ক্লাবস্ অব বাংলাদেশ এর আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ভাষা সৈনিক ড. জসীম উদ্দিন আহমেদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এপেক্স বাংলাদেশের ন্যাশনাল ইন্টারন্যাশনাল রিলেশন ডিরেক্টর এম. সায়েম টিপুর সভাপতিতত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. জসীম উদ্দিন আহমেদ এবং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কৃষ্ণ কান্ত বিশ্বাস।

ড. জসীম উদ্দিন আহমেদ বলেন, বায়ান্নর ভাষা আন্দোলনে অংশগ্রহণ করতে পেরে আমি গর্বিত।

সভায় আরও বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের সাবেক সভাপতি ও পিএনপি ফোরাম এর চেয়ারম্যান প্রফেসর কুদরত-ই-ক্ষুদা এবং মূল প্রবন্ধ উপস্থাপনা করেন একুশে টেলিভিশনের প্ল্যানিং এডিটর ও ইআরএফ সভাপতি এপেঃ সাইফ ইসলাম দিলাল।

অনুষ্ঠানে আলোচনা সভা ছাড়াও শিশুদের চিত্রাঙ্কন, কবিতা ও ছড়া আবৃতি এবং গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপিস্থিত ছিলেনে এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট এপেঃ এম.এ কাইয়ুম চৌধুরী, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপেঃ নিজাম উদ্দিন পিন্টু, এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান, এলজি এপেঃ মোশারফ হোসেন মিশু, সাবেক জাতীয় সভাপতি এপেঃ ইঞ্জিঃ শেখ পারভেজ উদ্দিন আহমেদ, সাবেক জাতীয় সভাপতি এপেঃ ইঞ্জিঃ টি. কে. বাড়ৈ তরুন, সাবেক জাতীয় সভাপতি ও এপেক্স গ্লোবাল এর চেয়ারম্যান এপেঃ আসলাম হোসেন, সাবেক জাতীয় সভাপতি খুরশিদ-উল-আলম অরুণ, এনএডি এপেঃ মাহবুবুল হক সাবু, জেলা গভর্ণর-১ এপেঃ মীর নাসির উদ্দিন উজ্জল, জেলা গভর্ণর-২ এপেঃ মোঃ হারুন উর রশীদ, জাতীয় সচিব এপেঃ ভুবন লাল ভারতী, সিসিএসি জিএম মোরশেদ, জাতীয় প্রোগ্রাম চীফ কো-অর্ডিনেটর এপেঃ আব্দুল মতিন শিকদার, ন্যাশনাল ট্রেজারার এপেঃ মোঃ আলী হোসেন, দি বাংলাদেশ এপেক্সিয়ান পত্রিকার সম্পাদক এপেঃ ফয়সাল শাহেদ সুমনসহ প্রায় ১৫০ জন এপেক্সিয়ান উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি