ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মেলায় বই বিক্রিতে রেকর্ড

প্রকাশিত : ২৩:০৮, ২ মার্চ ২০১৯ | আপডেট: ১৬:৫৫, ১৫ জুলাই ২০১৯

অমর একুশে বইমেলায় এবারে ৪ হাজার ৮৩৪টি নতুন বই প্রকাশিত হয়েছে। এটি বইমেলার ইতিহাসে রেকর্ড বলে বাংলা একাডেমি সূত্রে জানা গেছে। গত বছর নতুন বই প্রকাশিত হয়েছিল ৪ হাজার ৫৯১টি।

অন্যান্য বারের মতো এবারও সর্বোচ্চ কবিতার বই প্রকাশিত হয়েছে। মেলার শেষ দিনেও নতুন বইয়ের প্রবাহ ছিল। এদিন মোট ৬৪টি বই এসেছে।

বইয়ের এই সংখ্যা মূলত বাংলা আয়োজক কর্তৃপক্ষের হিসেব মতে। তবে এর বাইরেও বেশ কিছু নতুন বই মেলায় আসে বলে আয়োজক এবং প্রকাশক সূত্রে জানা গেছে।

এবারে বইমেলার বিষয়ভিত্তিক বই হচ্ছে, গল্প ৭৫৭টি, উপন্যাস ৬৯৮টি, প্রবন্ধ ২৭২টি, কবিতা ১ হাজার ৬০৮টি, গবেষণা ৮০টি, ছড়া ১৪৮টি, শিশুতোষ ১৫০টি, জীবনী ১৬৭টি, রচনাবলী ১৫টি, মুক্তিযুদ্ধ ১১০টি, নাটক ৪৩টি, বিজ্ঞান ৭৭টি, ভ্রমণ ৮৫টি, ইতিহাস ৭৭টি, রাজনীতি ৩৩টি, রম্য/ধাঁধা ৩৭টি, কম্পিউটার ৫টি, ধর্মীয় ২৫টি, অনুবাদ ৩৮টি, অভিধান ৬টি, সায়েন্স ফিকশন ৪৫টি এবং অন্যান্য ৩৩০টি।

আজই পর্দা নামলো বইমেলার। ১ ফেব্রুয়ারি মাসব্যাপী মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকাশক সমিতির অনুরোধে এবারে মেলা দু’দিন বর্ধিত করা হয়।

এবারের বইমেলায় ৫২৩টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। এ ছাড়াও ১৮০টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেয়া হয়। এবার বাংলা একাডেমি প্রাঙ্গণে ১০৪টি প্রতিষ্ঠানকে ১৫০টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৯৫টি প্রতিষ্ঠানকে ৬২০টি ইউনিটসহ মোট ৪৯৯টি প্রতিষ্ঠানকে ৭৭০টি ইউনিট বরাদ্দ দেয়া হয়।

এ ছাড়াও বাংলা একাডেমিসহ ২৪টি প্রকাশনা প্রতিষ্ঠানকে ২৪টি প্যাভিলিয়ন বরাদ্দ দেয়া হয়েছিল। লিটল ম্যাগাজিন চত্বরে ১৮০টি লিটলম্যাগকে ১৫৫টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। ২৫টি স্টলে দুটি করে লিটল ম্যাগাজিনকে স্থান দেয়া হয়। এ ছাড়া স্টল পেয়েছিল অন্য ১৩০টি প্রতিষ্ঠানও।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি