ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

মাদারীপুর মুক্ত দিবস আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৪, ১০ ডিসেম্বর ২০১৯

আজ মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯। ১৯৭১ সালের এই দিনে বিজয়ের পতাকা উড়ে মাদারীপুরের আকাশে।

মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার ব্রিজের কাছে একটানা ৩৬ ঘণ্টা সম্মুখযুদ্ধে পরাজিত হয়ে পাকিস্তানি হানাদারবাহিনী মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করলে শত্রুমুক্ত হয় মাদারীপুর।

এ সংবাদ মুক্তিকামী মানুষের কাছে পৌঁছালে বাঁধভাঙ্গা জোয়ারের মত জয়বাংলা স্লোগান দিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে আনন্দ উল্লাস করে।

যুদ্ধে শহীদ হন মাদারীপুরের সর্ব কনিষ্ঠ মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন বাচ্চু। সংশ্লিষ্ট সূত্র ও মুক্তিযোদ্ধারা জানান, জেলার অন্যান্য থানা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই মুক্তিযোদ্ধাদের দখলে চলে আসে।

মুক্তিযোদ্ধা সংসদ ও প্রশাসনের পক্ষ থেকে মাদারীপুর মুক্ত দিবস উপলক্ষে নানা কর্মসুচি হাতে নেওয়া হয়েছে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি