ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

আজ সিরাজগঞ্জ মুক্ত দিবস

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৭, ১৪ ডিসেম্বর ২০১৯

আজ ১৪ ডিসেম্বর, সিরাজগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর রাতে প্রয়াত মুক্তিযোদ্ধা কমান্ডার আমির হোসেন ভুলুর নেতৃত্বে সদর উপজেলার শৈলাবাড়ীতে পাকহানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধ অনুষ্ঠিত হয়। 

এই যুদ্ধে পাকহানাদার বাহিনী পরাস্থ হয়ে ঈশ্বরদীর দিকে ট্রেনযোগে পালিয়ে যেতে বাধ্য হয়। 

পরদিন ১৪ ডিসেম্বর ভোরে অকুতভয় বীর মুক্তিযোদ্ধারা সিরাজগঞ্জের দায়িত্ব নিয়ে শহরকে শত্রুমুক্ত করে সিরাজগঞ্জ সরকারি কলেজে স্বাধীন বাংলার লাল-সবুজ মানচিত্র খচিত পতাকা উড়িয়ে সোনার বাংলা গড়ার শপথ নেয়। 

আর এভাবেই মুক্ত হয় সিরাজগঞ্জ। একই সাথে জেলার চৌহালী, উল্লাপাড়া, বেলকুচি উপজেলাও দামাল ছেলেরা হানাদার মুক্ত করে। 

বিশেষ এই দিনটি ঘিরে প্রতি বছরের ন্যায় এবারও মুক্তিযোদ্ধারা নানা কর্মসূচির আয়োজন করেছে। 

এআই/


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি