ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গোপীবাগের মুক্তিযোদ্ধা তিন ভাইয়ের শাহাদাতবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫২, ১৫ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

তিন সহোদর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান (বদি মেম্বার), শাহজাহান ও করিমুজ্জামানের ৪৮তম শাহাদাতবার্ষিকী আজ। ১৯৭১ সালের আজকের এই দিনে ঢাকা শহরে গেরিলাযুদ্ধে অংশগ্রহণ শেষে বাসায় ফেরার পথে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী রাজাকাররা তাদের অপহরণ করে হত্যা করে। পরে ১৬ ডিসেম্বর বিজয়ের দিন রায়েরবাজার বধ্যভূমি থেকে তাদের লাশ উদ্ধার করে গোপীবাগ পঞ্চায়েত কমিটির কবরস্থানে দাফন করা হয়।

শহীদ তিন ভাই সমাজসেবক, বিদ্যোৎসাহী ও ক্রীড়া সংগঠক ছিলেন। শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ তাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে।

এ ছাড়া শহীদ মুক্তিযোদ্ধা বদিউজ্জামানের বড় ছেলে এটিএম ওয়াহিদুজ্জামানের ৯৮ রামকৃষ্ণ মিশন রোড, গোপীবাগ ষষ্ঠ লেনের বাসভবনে কোরআনখানির আয়োজন করা হয়েছে। জোহর নামাজের পর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি