ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘প্রান্তিক পর্যায়ের নারীরা ক্যান্সার নির্ণয়-চিকিৎসা থেকে বঞ্চিত’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২১, ৯ অক্টোবর ২০২০ | আপডেট: ১৯:৪৬, ৯ অক্টোবর ২০২০

কমিউনিটি অনকোলজি সেন্টারে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন- একুশে টেলিভিশন

কমিউনিটি অনকোলজি সেন্টারে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন- একুশে টেলিভিশন

Ekushey Television Ltd.

দেশের প্রান্তিক পর্যায়ের নারীরা ক্যান্সার নির্ণয়ও চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট হাসপাতালের এপিডেমিওলজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। তিনি বলেন, ‘দেশে ক্যান্সার চিকিৎসার ক্রমান্বয়ে সর্বাধুনিক প্রযুক্তি ও সেবার সন্নিবেশ ঘটছে। কিন্তু বড় বড় শহর ও হাসপাতালকেন্দ্রিক ব্যবস্থা প্রান্তিক পর্যায়ের নারীদের ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা সুবিধা দিতে পারছে না।’

আজ শুক্রবার সকালে রাজধানীর লালমাটিয়ায় কমিউনিটি অনকোলজি সেন্টারে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. রাসকিন বলেন, ‘আন্তর্জাতিক সংস্থার হিসেব অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর প্রায় সাড়ে ১২ হাজার নারী নতুন করে স্তন ক্যান্সারে আক্রান্ত হন। মারা যান প্রায় ৭ হাজার জন। সারাবিশ্বে যখন ক্যান্সার নিয়ন্ত্রণে প্রাথমিক প্রতিরোধ, সূচনায় নির্ণয় ও স্ক্রিনিং, উপযুক্ত চিকিৎসা ও প্রশমন সেবা এই চারটি উপাদানের উপর জোর দেয়া হচ্ছে, সেখানে দেশে ক্যান্সার থেকে সুরক্ষা, প্রাথমিক অবস্থায় নির্ণয় ও স্ক্রিনিং পর্যাপ্ত গুরুত্ব পাচ্ছে না। সরকারিভাবে স্তন ও জরায়ুমুখের ক্যান্সারের স্ক্রিনিং প্রোগ্রাম থাকলেও তা সমাজভিত্তিক ও সংগঠিত না হওয়ায় প্রভাব ফেলতে পারছে না। প্রতিরোধের জন্য সরকার অর্থ বরাদ্দ দিলেও এ সম্পর্কিত কার্যক্রম দৃশ্যমান নয়।’

তিনি জানান, আগামীকাল শনিবার দেশে ৮ম বারের মতো স্তন ক্যান্সার দিবস পালিত হবে। এ উপলক্ষ্যে মাসজুড়ে নানা কর্মসূচির আয়োজন করেছে চিকিৎসকদের  ৮টি সংগঠনের মোর্চা ‘বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম’ ও আন্তর্জাতিক রোটারি জেলা ৩২৮১। 

তিনি আরও জানান, বেসরকারি কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রতিষ্ঠানের জনসচেতনতা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 
এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক সাবেরা খাতুন, মোসাররত জাহান সৌরভ, মাহজাবিন মাসুদ, ডা. মাহফুজা, তামান্না চৌধুরী প্রমুখ।

স্তন ক্যান্সার সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৩ সাল থেকে বেসরকারিভাবে এই দিবস উদযাপিত হচ্ছে পালিত হচ্ছে। এ বছরের পতিপাদ্য ‘স্থূলতা স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।’

শনিবারের কর্মসূচী: সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীর মানিক মিয়া এভিনিউ’র পশ্চিম প্রান্তে অবস্থান ও সাধারণ মানুষকে সচেতন করা। সঙ্গে লিফলেট ও পুনঃব্যবহারযোগ্য গোলাপি রং’র মাস্ক বিতরণ। সন্ধ্যা ৭টায় রোটারির উদ্যোগে ভার্চুয়াল ব্রেস্ট ক্যান্সার এওয়ারনেস সেমিনার। সকাল ৯ টায় জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট ও হাসপাতালের বহিঃর্বিভাগে আগত রোগী ও স্বজনদের লিফলেট ও মাস্ক বিতরণ। মাসব্যাপী এ কর্মসূচি পালিত হবে। ফোরামের অনর্ভূক্ত কমিউনিটি অনকোলজি সেন্টারে শুক্রবার ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত স্তন ক্যান্সার স্ক্রিনিং এর প্রাথমিক পরীক্ষা (প্রশিক্ষণপ্রাপ্ত নারী চিকিৎসক দিয়ে স্তন পরীক্ষা) বিনামূল্যে করা হবে। 

এমএস/টিআই
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি