আজ মোংলা ও সুন্দরবন এলাকা মুক্ত দিবস
প্রকাশিত : ১১:০১, ৭ ডিসেম্বর ২০২০
৭ ডিসেম্বর, মোংলা ও সুন্দরবন এলাকা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধারা পাকহানাদারদের হটিয়ে দিয়ে এই এলাকা মুক্ত করেন।
ইতিহাস থেকে জানা যায়, ৯নং সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল, সাব সেক্টর কমান্ডার মেজর জিয়া উদ্দিন আহমদ ও কবির আহমেদ মধুর নেতৃত্বে এখানকার মুক্তিযোদ্ধারা সুন্দরবনে ৫টি ক্যাম্প স্থাপন করেন।
সেনা কর্মকর্তাদের তত্ত্বাবধায়নে এই ক্যাম্পগুলোতে যুদ্ধে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেয়া হতো। আর সুবিধা মত আক্রমন করা হতো মোংলা, রামপাল, শরণখোলা, মোড়েলগঞ্জ, পিরোজপুরসহ বিভিন্ন এলাকার পাকবাহিনীর ক্যাম্পগুলোতে। মোংলা বন্দরে থাকা পাকহানাদারদের যুদ্ধ জাহাজও ধ্বংস করা হয়।
এসএ/