ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বিনম্র শ্রদ্ধায় বিভিন্ন স্থানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ১৪ ডিসেম্বর ২০২০

মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতার মধ্যদিয়ে আজ সোমবার দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। সংবাদদাতাদের পাঠানো খবরে জানা যায়-

নড়াইল : 
করোনার কারণে সীমিত আকারে দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ গণকবরে পুস্পস্তবক অর্পন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পন করেন। পরে দোয়া অনুষ্ঠিত হয়। 

সকালে জেলা জজ কোর্টের পাশে অবস্থিত গণকবরে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ ইমরান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইউসুফ, নড়াইল প্যানেল মেয়র মো. রেজাউল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস.এ মতিন, জেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ : 
সকালে সদর উপজেলা পরিষদের পাশে “জয় বাংলা পুকুর“ বধ্যভূমির স্মৃতিস্তম্ভে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান শ্রদ্ধা জানান। এ সময় পুলিশের একটি চৌকস দল শহীদ বুদ্ধিজীবীদের স্বশস্ত্র সালাম জানায় এবং বিউগলে সুর বাজানো হয়। পরে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর ড. এ কিউ এম মাহবুব, উপজেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযুদ্ধ সংসদসহ বিভিন্ন সরকারি, বেসরকারী সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পন করেন। এরপর শহীদদের গণকবরে ফুল দেয়া হয়।

মুন্সীগঞ্জ : 
সকালে সরকারি হরগঙ্গা কলেজের বধ্যভূমিতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করে। এরপরই কলেজটির ঐতিহাসিক জামতলায় আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। গানে, আবৃত্তি আর আলোচনায় স্মরণ করা হয় শহীদ বুদ্ধিজীবীদের। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হাই তালুকদার। প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।

নাটোর : 
দিবসটি পালন উপলক্ষে বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাদিম সারওয়ারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বি, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোর প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দিন, মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল ওহাব প্রমুখ। 

এদিকে জেলা আওয়ামী লীগ সন্ধ্যায় দলীয় কার্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন করে আলোর মিছিল নিয়ে যাবে স্বাধীনতা স্মৃতি সৌধ পর্যন্ত বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম। অপরদিকে নাটোর প্রেস ক্লাব আজ সন্ধ্যায় নিজস্ব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে। জয়পুরহাট : আজ শহীদ বুদ্ধিজীবী দিবসের পাশপাশি জয়পুরহাট পাক হানাদার মুক্ত দিবস। দিনটিকে স্মরণ করে কড়ই-কাদিুপুর বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন। পরে জেলা পরিষদ, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পাগলাদেওয়ান ও কড়ই-কাদিরপুর বধ্যভূমিতে পুষ্প্যস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন প্রমুখ। জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন।

পাবনা : 
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মুক্তিযোদ্ধা সংসদ, পাবনা প্রেস ক্লাব, অনন্দা গোবিন্দ পাবলিক লাইব্রেরি, জেলা প্রশাসন, পাবনা জেলা পরিষদ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা সরকারি মহিলা কলেজ, হাজী জসীম উদ্দিন কলেজ, শহীদ এম মনসুর আলী কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসুচির মধ্যদিয়ে দিবসটি পালন করে। সকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ¢ ‘দূর্জয় পাবনা’য় পুষ্পস্তবক ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য প্রফেসর ড. এম. রোস্তম আলী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ার খসরু পারভেজ। এরপর শ্রদ্ধা জানান, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, প্রক্টর অফিস, ছাত্র উপদেষ্টা দপ্তর, কর্মকর্তা পরিষদ. কর্মচারী পরিষদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কর্তৃপক্ষ, শেখ হাসিনা ছাত্রী হল, বিভিন্ন বিভাগ-সমিতি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এরপর ১ মিনিট নিরবতা পালন করা হয়। শেষে শহীদ আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

পাবনা জেলা আওয়ামী লীগ সকালে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভাসহ নানা কর্মসুচি পালন করে। কর্মসুচিতে অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল রহিম লাল, সাংগাঠনিক সম্পাদক বিজয় ভুষন রায়, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ বাবু প্রমুখ।

পাবনা জেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, প্রধান নির্বাহী কাজী আতিয়ার রহমান প্রমুখ।

পাবনা জেলা প্রশাসন দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসক কবীর মাহমুদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল মতীন খান, মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ প্রমুখ।

সকাল ৭টায় পাবনা প্রেস ক্লাবের উদ্যোগে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়। পরে পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় স্মরণসভায় স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান প্রমুখ।

ঝিনাইদহ : 
জেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার সকালে শহরের পায়রা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মুজিব চত্বরে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। পরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অপর্ণ করেন দলটির নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা, দেশে মৌলবাদী, ধর্মান্ধ উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফালন রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
সূত্র : বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি