স্বাধীনতার ৫০ বছরে পা দিল বাংলাদেশ (ভিডিও)
প্রকাশিত : ১২:৫৭, ১৬ ডিসেম্বর ২০২০
স্বাধীনতার পঞ্চাশ বছরে পা দিল বাংলাদেশ। বাঙালির সবচেয়ে গৌরবের দিন আজ। চারদিকে বিজয়ের আনন্দ। রক্তে কেনা বাংলাদেশের পূর্ব আকাশে স্বাধীনতার লাল সূর্য। নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে একাত্তরের ১৬ই ডিসেম্বর আত্মসমর্পন করে পাকিস্তানি হানাদাররা। বিজয়ের পতাকা বাংলা ও বাঙালির এগিয়ে যাওয়ার প্রেরণা।
চারিদিকে উড়ছে বাঙালীর বিজয় পতাকা। জয় বাংলা স্লোগানে মুখর ঢাকার রাজপথ। ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, তেঁজগাও- সবখানেই জয় বাংলা স্লোগান।
অনেক শহরই শত্রুমুক্ত করেছে মুক্তিযোদ্ধারা। বাঁধাহীনভাবে রাজধানীর দিকে ছুটছেন তারা। চারদিকে শুধু জয়বাংলা ধ্বনি।
বিজয়ের আনন্দের সাথে প্রিয় স্বজনদের খুঁজে ফিরছে মুক্তিযোদ্ধার চোখ। চোখের জলে আনন্দ-বেদনা মিলেমিশে একাকার।
ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন বলেন, একটা রাষ্ট্র পেতে যাচ্ছি, এ এক অদ্ভুত অনুভূতি আমার। তো সেই জন্যই উল্লসিত হয়েছিলাম। মুক্তিযুদ্ধ চলমান, তখন আশায়-আশঙ্কায় দোদৌল্যমান সবার মতো আমার মনটিও। তারপর ১৬ ডিসেম্বর যখন আত্মসমর্পণ করলো হানাদার বাহিনী তখন আরও বেশি উল্লসিত।
সোহরাওয়ার্দী উদ্যান, যেখান থেকে স্বাধীনতার ডাক দিয়েছিলেন জাতির পিতা। সেখানেই মাথা নত করলো হানাদাররা। অস্ত্রসমর্পণ করলো মিত্রবাহিনীর কাছে।
রক্তাক্ত বাংলায় লাল-সবুজের বিজয় নিশান। ‘একাত্তরের বিজয়’ বাঙালির সেরা অর্জন। একটি দেশ, একটি পতাকা, একটি ভাষা। অসাম্প্রদায়িক, মানবতাবাদী সকল দেশের সেরা- বাংলাদেশ।
ভিডিও :
এএইচ/এসএ/