ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কবি সাযযাদ কাদিরের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৯, ৬ এপ্রিল ২০২১

ষাটের দশকের অন্যতম কবি, গবেষক, প্রাবন্ধিক ও সাংবাদিক সাযযাদ কাদিরের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১৭ সালের আজকের এইদিনে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।

১৯৪৭ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইল জেলার মিরের বেতকা গ্রামে জন্মগ্রহণ করেন সাযযাদ কাদির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ও ভাষা সাহিত্যে ১৯৬৯ সালে স্নাতক এবং ১৯৭০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭২ সালে তিনি করোটিয়া সা’দত কলেজের বাংলা বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৭৬ সালে তিনি কলেজের চাকরি ছেড়ে সাংবাদিকতায় আসেন। তিনি দৈনিক মানবজমিনের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।

সাযযাদ কাদির কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ-গবেষণা, শিশুতোষসহ ৬০টির বেশি গ্রন্থ রচনা করেন। তিনি জাতীয় কবিতা পরিষদ পুরস্কার, পশ্চিমবঙ্গের নাথ সাহিত্য ও কৃষ্টিকেন্দ্রিক সাহিত্য পত্রিকার শৈবভারতী পুরস্কার, বাচসাসসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি