ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নাসরীন হকের মৃত্যুবার্ষিকী আজ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৬, ২৪ এপ্রিল ২০২১

নারী আন্দোলন ও মানবাধিকারকর্মী নাসরীন হকের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। নারীর ন্যায্য পাওনা ও সাধারণ মানুষের অধিকার আদায়ে জাগ্রত এক চেতনার নাম নাসরীন হক।

তিনি শোষণ, নির্যাতন ও বৈষম্যের শিকার মানুষের পক্ষে সোচ্চার ছিলেন। তার বর্ণাঢ্য কর্মজীবন উৎসর্গ করেছিলেন মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায়।

হনাসরীন হক বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের গবেষণা বিভাগে কর্মজীবন শুরু করেন। পরে হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সিনিয়র পলিসি অ্যাডভাইজর এবং পরবর্তীতে অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। 

২০০৬ সালের আজকের এই দিনে মারা যান বিশিষ্ট এই অধিকারকর্মী।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি