ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ২০ মে ২০২১

দেশের আধুনিক শিল্প-আন্দোলনের অন্যতম পথিকৃৎ শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের নবম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের এই দিনে ৯০ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। সফিউদ্দীন আহমেদ চল্লিশের দশক থেকেই খ্যাতিমান চিত্রকর হিসেবে পরিচিত। বাংলাদেশের ছাপচিত্রকলার তিনিই শিল্পগুরু।

১৯২২ সালে ভারতের কলকাতায় জন্ম নেওয়া এই গুণী শিল্পী ১৯৪২ সালে কলকাতা সরকারি আর্ট স্কুল থেকে চারুকলায় স্নাতক এবং ১৯৫৮ সালে যুক্তরাজ্যের সেন্ট্রাল স্কুল অব আর্টস অ্যান্ড ক্র্যাফটস থেকে ডিপ্লোমা লাভ করেন। ১৯৪৮ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ছাপচিত্র বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

চিত্রকলা জগতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক, স্বাধীনতা পুরস্কারসহ অনেক পদকে ভূষিত হয়েছেন তিনি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি