ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সৈয়দ আবু জাফরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩১, ২৯ মে ২০২১

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবু জাফর আহমদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১৯ সালের আজকের এই দিনে মারা যান।

দিনটি উপলক্ষে আজ শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টনের সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে সৈয়দ আবু জাফরের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এ ছাড়া গতকাল শুক্রবার সন্ধ্যায় সিপিবি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ভার্চুয়াল স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে সৈয়দ আবু জাফর আহমদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি