ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

আদেল উদ্দীন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২, ২৬ জুন ২০২১

প্রথিতযশা আইনজীবী আদেল উদ্দীন আহমেদের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ। আদেল উদ্দীন আহমেদ তদানীন্তন পাকিস্তানের ফিরোজ খান নূন সরকারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তিনি পূর্ব পাকিস্তান আইনসভা এবং পাকিস্তান আইনসভার সদস্য ছিলেন। তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং এক দশককাল ধরে বৃহত্তর ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ১৯৫৬ সালে রাশিয়ায় প্রেরিত সংসদীয় দলের সদস্য ছিলেন তিনি। মাদারীপুর জেলা থেকে ১৯৭০ সালের তদানীন্তন পাকিস্তানের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আদেল উদ্দীন আহমেদ।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য (১৯৭৪-৭৫) হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ফরিদপুর বার ও শেরেবাংলা পাবলিক লাইব্রেরির সম্পাদক ছিলেন। 

তিনিই বাংলা ও উর্দু ভাষাকে পাকিস্তানের জাতীয় ভাষা হিসেবে স্বীকৃত করার সংশোধনী বিল জাতীয় পরিষদে উত্থাপন করেন, যা সর্বসম্মতিক্রমে গৃহীত এবং পরবর্তীতে ১৯৫৬ সালের সংবিধানে সন্নিবেশিত হয়েছে। 

মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছে পরিবার। সংবাদ বিজ্ঞপ্তি।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি