ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বিশিষ্ট শিল্পপতি লতিফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১০, ১ জুলাই ২০২১

বিশিষ্ট শিল্পপতি লতিফুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের আজকের এই দিনে বার্ধক্যজনিত কারণে তিনি কুমিলল্গার চৌদ্দগ্রামের বাড়িতে মারা যান। আমৃত্যু ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত ছিলেন লতিফুর রহমান। 

লতিফুর রহমান দৈনিক প্রথম আলো পরিচালনাকারী প্রতিষ্ঠান মিডিয়া স্টার লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এছাড়া তিনি ডেইলি স্টার পরিচালনাকারী প্রতিষ্ঠান মিডিয়া ওয়ার্ল্ডেরও প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।

১৯৪৫ সালের ২৮ আগস্ট জলপাইগুড়িতে লতিফুর রহমান জন্মগ্রহণ করেন। ঢাকার গেণ্ডারিয়ায় থাকাকালে তিনি সেন্ট ফ্রান্সিস স্কুলে লেখাপড়া করেন। ১৯৫৬ সালে তিনি শিলংয়ের সেন্ট এডমন্ডস স্কুলে যান। এরপর কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। ১৯৬৫ সালে ঢাকায় ফিরে আসেন।

লতিফুর রহমান নেসলে বাংলাদেশ, হোলসিম বাংলাদেশ এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টের চেয়ারম্যান ছিলেন।

ব্যবসা ক্ষেত্রে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবে ২০১২ সালে তিনি বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড পুরস্কার পান। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি